আবারো সিআইপি হলেন সেলিম ওসমান
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আবারো বাণিজ্যিক গুরুত্বপূর্ন ব্যক্তি সিআইপি- ২০১৭ নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান। এ নিয়ে মোট ১১ বার বাণিজ্যিক গুরুত্বপূর্ন ব্যক্তি সিআইপি নির্বাচিত হলেন তিনি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিকেএমইএ সভাপতি এমপি সেলিম ওসমানের হাতে সিআইপি (ট্রেড-২০১৭) কার্ড তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
বিকেএমইএ সভাপতি ছাড়াও তৃতীয় সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল এবং পরিচালক অমল পোদ্দারসহ বিকেএমইএ’র ৩২ সদস্য উক্ত সম্মাননায় ভূষিত হন।
সিআইপি সম্মাননাপ্রাপ্ত ব্যবসায়ীগণ বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে প্রবেশ পাশ ও গাড়ির স্টিকার প্রাপ্তি, জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল/সিটি কর্পোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ প্রাপ্তি, ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পেয়ে থাকেন।
এছাড়া ব্যবসা সংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে লেটার অব ইনট্রোডাকশন প্রাপ্তি, নির্বাচিত সিআইপি তার স্ত্রী পুত্র কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন প্রাপ্তির অগ্রাধিকার এবং বিমান বন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পান।
দেশের রপ্তানিকারক, শিল্পপতি ও ব্যবসায়ীদের জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদান, উৎসাহ-উদ্দিপনা ও পারস্পারিক প্রতিযোগিতার আবহ সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) যৌথ আয়োজনে সিআইপি কার্ড বিতরণ করা হয়।
উল্লেখ্য, এমপি সেলিম ওসমান বিগত দিনে ২০০৩ সিআইপি (শিল্প), ২০১১ সিআইপি (শিল্প), ২০১২ সিআইপি (শিল্প ও বাণিজ্য), ২০১৩ সিআইপি (বাণিজ্য), ২০১৩ সিআইপি (শিল্প), ২০১৫ সিআইপি (শিল্প), ২০১৬ সিআইপি (শিল্প) মন্ত্রনালয় কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ন ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন।