সোনারগাঁয়ের ‌‘নয়ন বন্ড’ গ্রেফতার

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উপজেলার একাধিক মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী নয়ন বন্ডকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত নয়ন বন্ড উপজেলার গোহাট্টা এলাকার জাকির হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাও থানা সহ বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি মামলা সহ মোট ১২টি মামলা রয়েছে।

 

সোনারগা থানার এসআই আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নয়ন বন্ডের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সোনারগা থানার অফিসার ইনচার্জ নির্দেশক্রমে সন্ত্রাসী নয়ন বন্ড গ্রেফতার করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com