কাউকে ছাড় দেই নাই, দেয়া হবে না: এসপি হারুন

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, নারায়ণগঞ্জে আমরা কাউকে ছাড় দেই নাই, বক্তাবলীতেও কাউকে ছাড় দেয়ার প্রশ্নই আসে না। মাদক-সন্ত্রাস ও ভূমিদস্যুতায় যেই জড়িত থাকবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বক্তাবলীর কানাইনগরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও ভূমিদস্যু কোন দলের লোক না। তাদের গ্রেফতার করলে কোন তদবীর কাজে আসবে না। সে যতো বড় দলের নেতাই হোক না। এসব বিষয়ে কোন ছাড় নেই। আপনারা এ কাজে পুলিশের পাশে থাকবেন।
তিনি বলেছেন, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও ইভটিজিং করে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তাদের পক্ষে কেউ তদবীর করবেন না। যদি এলাকায় কোন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুর সাথে পুলিশের সর্ম্পক থাকে তবে আমার কাছে জানাবেন। ওই পুলিশ নারায়ণগঞ্জে থাকবে না। আমাদের পুলিশকেও ঠিক করতে হবে।
হারুন অর রশীদ আরও বলেন, সন্তানদের খবর রাখতে হবে। সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন। আমরা ঘর থেকে শুরু করব। একটা পরিবারে একটা মাদক ব্যবসায়ী, একটা মাস্তান থাকলে পরিবারটা ধ্বংস করে দিবে।
তিনি বলেন, মাদক ব্যবসা সমাজের শত্রু। সমাজে যারা মাদক ব্যবসা করছে সমাজটাকে ধ্বংস করছে। তারা আমাদের বর্তমান প্রজন্মকে নষ্ট করছে। বর্তমান প্রজন্ম নষ্ট হলে ভবিষ্যত নেতৃত্ব নষ্ট হবে। তাহলে আমরা উন্নয়ণ বঞ্চিত হবে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, এএসপি (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শিক্ষক হারুন অর রশিদ সরকার দুলাল।
এসময় আরও উপস্থিত ছিলেন – ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসাইন, বক্তাবলী ইউয়িন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, কানাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম মাস্টার, আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি আব্দুল বারেক মোল্লা প্রমুখ।
এসময় বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তিনি আলীরটেক ইউনিয়নে ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সেখানে তিনি বলেন, এমপি, মন্ত্রীরাও আমাদের সহযোগিতা করছেনএ কারণ তারাও চায় সন্ত্রাসী, মাদক ব্যবসা, চাঁদাবাজ থাকবে না। তাহলে কারা চায়, কোন ভাই চায়; সেই তথ্যটুকু আমাদের দেন। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর এ্যাকশন থাকবে।
এমপি, মন্ত্রীরাও আমাদের সহযোগিতা করছেনএ কারণ তারাও চায় সন্ত্রাসী, মাদক ব্যবসা, চাঁদাবাজ থাকবে না। তাহলে কারা চায়, কোন ভাই চায়; সেই তথ্যটুকু আমাদের দেন। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর এ্যাকশন থাকবে।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ।











