শনিবার মাঠে নামছেন বাদল-শওকত

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা শনিবার বিকেল তিনটায় ইসদাইরস্থ ওসামানী স্টেডিয়ামে। এ উপলক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে নানা ধরনের আয়োজনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের দল ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর দল। দু’টি ইউনিয়নের চেয়ারম্যান ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের দুইজনের মধ্যে লড়াই হবে।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীয়া সংস্থার সভাপতি নাহিদা বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন-নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ^াস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশেদ আলী, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান।

এদিকে বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইসদাইরস্থ ওসামানী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় কুতুবপুর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে কাশিপুর ইউনিয়ন পরিষদ এবং গোগনগর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে বক্তাবলী ইউনিয়ন ফাইনালে উঠে। আর শনিবাররের ফাইনাল খেলায় এম সাইফউল্লাহ বাদল ও শওকত আলীর মধ্যে লড়াই হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com