আফিফের দূর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের জয়
ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: আফিফের দূর্দান্ত ব্যাটিংয়ে জিম্বাবুইয়ের বিরুদ্ধে বাংলাদেশ ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ল । বলতে গেলে আফিফের একটি অসাধারণ ব্যাটিং কারিশমা দেখল বাংলার ক্রীকেটপ্রেমীরা ।
বাঘা বাঘা ব্যাটসম্যানরা সব হতাশ করে বিদায় নিয়েছিল। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের মতো ব্যাটসম্যানদের ব্যর্থতা যখন দারুণ হতাশার জন্ম দিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হৃদয়ে, তখন সেটাকে নিমিষে দূর করে দিলেন আফিফ হোসেন ধ্রুব। বয়স মাত্র ২০ ছুঁই ছুঁই। মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে এই বয়সে দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করলেন এই তরুণ।
আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে ৮২ রানের জুটি গড়ে বাংলাদেশকে অবিশ্বাস এক জয় এনে দিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন ৩ উইকেটের ব্যবধানে।
মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে ১৮ ওভারে ১৪৫ রান দরকার ছিল বাংলাদেশের। বৃষ্টির কারণে দুই ওভার কমে আসা ম্যাচে জিম্বাবুয়ে তুলেছে ৫ উইকেটে ১৪৪ রান। জবাবে বাংলাদেশ ৭উইকেট হারিয়ে জিম্বাবুইয়ের বিপক্ষে ২বল বাকি থাকতে ১৪৫ রান করে ৩ উইকেটে জয় তুলে নিল ।