বয়স্ক ভাতার কার্ড তুলে দিলেন কাউন্সিলর বাবু

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ৪১ জনকে বয়স্ক ভাতার কার্ড তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাইকপাড়ার আমিনা মঞ্জিলে কাউন্সিলরের নিজ অফিসে এ কার্ড বিতরণ করা হয়।

 

এসময় আব্দুল করিম বাবু বলেন, বর্তমান সরকার নারী-শিশু ও বয়স্কদের বিষয়ে আন্তরিক। এ সরকার বয়স্কদের হাতে যে পরিমাণ ভাতার কার্ড তুলে দিয়েছে তা দৃষ্টান্তমূলক।

 

তিনি বয়স্কদের উদ্দেশ্যে বলেন, আপনার প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তাঁর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা যেন অব্যাহত থাকে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com