না’গঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেফতার ৬

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে তিনটি দোকানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে
র‌্যাব। এ সময় ২৫ হাজার ভুয়া সনদ জব্দ করা হয়েছে। এই ভুয়া সনদ রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করছে বলে জানিয়েছে র‌্যাবের আভিযানিক দল।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জালকুড়ি এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায় র‌্যাব-২ এর একটি টিম। এ সময় ভুয়া জন্মনিবন্ধন সিল, সনদের হার্ডকপি ও সফটকপির হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন- সাইফুল করিম, আজিম, ফজলুল করিম, মাইনুদ্দিন, জাহাঙ্গীর, মামুন।

 

র‌্যাব-২ এর পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী জানান, আটককৃতরা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উচ্চ পদস্থ কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, জেলা পরিষদ ও বিভিন্ন উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে জন্মনিবন্ধন সার্টিফিকেট সরবরাহ করতো। এদের হার্ডডিস্ক চেক করে আমরা ২৫ হাজারের মত ভুয়া সনদ পেয়েছি। অনেক হার্ডকপিও পেয়েছি। এরা আবার রোহিঙ্গাদেরকেও এসব জাল সনদ দিয়ে পাসপোর্ট তৈরিতে সহায়তা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com