না’গঞ্জ জেলা সমিতির নির্বাহী সদস্য হলেন ড. জেবউন নেছা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা সমিতির নির্বাহী সদস্য হলেন-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. জেবউন নেছা।
শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয়বারের মতো এ জেলা সমিতির কমিটি গঠন করা হলো।
৭১ সদস্যের কমিটিতে আবারও সভাপতি হয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি (বীরপ্রতীক)। সাধারণ সম্পাদক হয়েছেন-ঢাকা চাটার্ড কমার্স কলেজের চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। কমিটিতে সহসভাপতি হয়েছেন-নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও সাবেক সচিব এসএম আকরাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার, আলহাজ্ব বজলুর রহমান সিআইপি, এডভোকেট কাজী সারাওয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মনির হোসেন সিআইপি, এসএম জাহাঙ্গীর হোসেন।
কমিটিতে প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, ১নং সদস্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
ড. জেবউন নেছা
ড. জেবউন নেছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে প্রথম শ্রেণি সহ স্নাতক, স্নাতকোত্তর অর্জন করেন। ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন; একজন মুক্তিযুদ্ধ গবেষক এবং সংগঠক। তিনি ১২টি গ্রন্থ প্রকাশ করেছেন।