আড়াইহাজারে নির্যাতনে গৃহবধু ও সংর্ঘষে আহত বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজনদের শারিরীক নির্যাতনে ইভা আক্তার (২০) নামে এক গৃহবধু ও সংর্ঘষে আহত বৃদ্ধা রহিমা বেগমের (৬০) মৃত্যু হয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) পৃথক দু’টি এলাকায় তাদের মৃত্যু হয়।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার গোপালদী নগর ডৌকাদি এলাকার আজিজুল ও তার স্ত্রী ইভা আক্তারের মধ্যে ঝগড়া হয়। আজিজুল ও তার পরিবারের লোকজন ইভা আক্তারকে বেদম মারপিট করে। ঘটনাস্থলেই ইভা আক্তার অজ্ঞান হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার পর থেকে আজিজুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

 

অন্যদিতে কালাপাহাড়িয়ার কদমীরচর এলাকার সংঘর্ষে আহত বৃদ্ধা রহিমা বেগম (৬০) সোমবার দুপুরে মারা যায়।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে কদমীরচর এলাকার ১নং ওয়ার্ডের মেম্বার আলমের সাথে একই এলাকার এরশাদের ছেলে রিয়াজউদ্দিনের মধ্যে বিদেশ যাওয়ার ভিসা নিয়ে ঝগড়া হয়। এক কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এত উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়। আহত হাজী আঃ সামাদ, লিটন, এমদাদুল হক, রহিমা বেগম, সালাম, খোদেজা, সুমন ও রিয়াজউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার হাসপাতাল থেকে আহত রহিমা বেগমকে তার নিজ বাড়িতে নিয়ে গেলে সোমবার দুপুর দেড়টায় রহিমা বেগমের মৃত্যু হয়।

 

কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক বিজয় কুমার রহিমা বেগমের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com