ছাত্রসমাজ নেতা রুপু ও মোখলেছ রিমাণ্ডে

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় পার্টির ছাত সংগঠন ছাত্রসমাজের জেলা কমিটির আহবায়ক শাহাদাৎ হোসেন রুপু ও তার সহযোগী মোখলেছুর রহমানের একদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। তারা উভয়ে আজমেরী ওসমানের সহযোগী বলে প্রচার করতো।

 

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এর আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

রিমান্ডপ্রাপ্ত মো. মোকলেছুর রহমান (৩৫) সোনারগাঁও থানার নাজিরপুর এলাকার গোলজার হোসেনের ছেলে ও মো. শাহাদাৎ হোসেন রুপু (৩২) ফতুল্লা থানা ইসদাইর এলাকার ফকির চাঁনের ছেলে।

 

কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল হাই এর সত্যতা নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২ টার দিকে গলাচিপার দেওয়ান মঞ্জিলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, সদর ও ফতুল্লা মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে মোখলেসুর রহমান ও রুপুকে গ্রেফতার করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com