শামীম ওসমানের সমাবেশে লিটনের নেতৃত্বে শো-ডাউন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ‘রুখে দাড়াও স্বাধীনতা ও দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে’ এই স্লোগানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমানের ডাকা সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন।
শনিবার (৭ সেপ্টেম্বর) ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শহরের মিশন পাড়া নাবাব সলিমউল্লাহ সড়কে অনুষ্ঠিত ডাকা এ সমাবেশে তিনি যোগদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জলিল মাতব্বর, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম শহিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, সাধারন সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, থানা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হোসাইন বিপু, ইউনিয়ন সে”ছাসেবকলীগ সভাপতি হাজী রাসেল আহম্মেদ মাসুম, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আরফান মাহমুদ বাবু, সহ-সাধারন সম্পাদক রুবেল চেীধুরী, আওয়ামী লীগ নেতা খোরশেদ, সিরাজুল ইসলাম, বাদশা মিয়া, হাসমত মেম্বার, সে”ছাসেবকলীগ নেতা মিন্টু পাল, এস এম আমান, ফরহাদ, টিটু, সেন্টু, ছাত্রলীগ নেতা, আল আমিন, পলাশ,রানা বাবুসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।