ফতুল্লায় শিশুকে জবাই করে হত্যার চেষ্টা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় আলিফ (৬) নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টার সময় আমির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বুধবার (৪ সেপ্টম্বর) রাত ৯টায় ফতুল্লার পশ্চিম ভুইগড় এলাকায় এঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পশ্চিম ভূইগড় এলাকার শাহীন মিয়ার শিশু ছেলে আলিফ বাড়ির পাশে নানা শহীদুল্লাহর বাড়িতে রাত ৯টার দিকে যাওয়ার সময় আমির হোসেন নামে এক যুবক তাকে আটক করে। এসময় শিশুটিকে জোর করে আমির হোসেন তার পড়নের কোর্ট দিয়ে পেচিয়ে ফেলে। এরপর শিশুটিকে মাটিতে ফেলে বুকে পা রেখে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে। তখন শিশুটির চাচী সেলিনা ওইপথ দিয়ে যাওয়ার সময় ঘটনা দেখে চিৎকার করে। এতে আশে পাশের লোকজন ছুটে এসে আমিরের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে। আর আমিরকে ধরে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরকে আটক করে এবং শিশু আলিফকে তার বাবা মায়ের কাছে রেখে আসেন। আটক আমির তার পরিচয় একেক সময় একেক কথা বলছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।