‘বাপরে বাপ এর নাম আ’লীগ!’
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: আগামী ৭ সেপ্টেম্বরের জনসভায় আওয়ামী লীগের জনসভায় সর্বশক্তি নিয়োগ করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ যারা আওয়ামীলীগের বিরোধীতা করে যারা খেলতে চেষ্টা করছে তাদের বুকের পাটা যাতে থরথর করে কাঁপে। সমাবেশ দেখে যেন বলে-‘বাপরে বাপ এর নাম আওয়ামীলীগ’ ‘এর নাম আওয়ামীলীগের কর্মী।’
তিনি বলেন, কারো ডাকের অপেক্ষায় থাকবেন না প্রস্তুতি নেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ৭ তারিখে লক্ষ লক্ষ লোক জড়ো করে আমরা প্রমাণ করব। শেখ হাসিনা যেন আমাদের নারায়ণগঞ্জকে দেখে যেন গর্ব করতে পারেন ।
শামীম ওসমান বলেছেন, যদি আপনারা আমাকে আপনাদের ভাই মনে করেন। আমার উপর আস্থা থাকে তবে কে কাকে বলল তা নিয়ে বসে থাকবেন না। প্রস্তুতি নিতে শুরু করুন। সময় মাত্র তিনদিন। আপনারা পারবেন। কারণ এর আগেও ১৭দিন আমাকে পাহাড়া দিয়েছেন। সেনাবাহিনীও আমার বাড়ির কাছে যেতে পারেনি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লার পঞ্চবটিতে আকবর কনভেশন নামের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিনিয়র সহসভাপতি এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, সহসভাতি এম এ আউয়াল, সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহমুদ খাঁন, অধ্যাপক শিরিন চৌধুরী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসাইন প্রমুখ।