সাত খুন ও ত্বকী হত্যার মতো ঘটনা ঘটতে দেয়া হবে না: এসপি হারুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে আলেচিত সাত খুন ও কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার মতো ঘটনা আর ঘটতে দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি বলেছেন, রাজনীতি বা দলবাজি করতে আসি নাই, আমাদের কাজ মানুষকে সেবা দেয়া। আমরা চাই নারায়ণগঞ্জের মানুষ যেন পুলিশের কাছ থেকে সেবা পায়, স্বস্তিতে থাকে। আমরা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। এ দুই কাজে যে জড়িত থাকবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর রাইফেল ক্লাবে ই-ট্রাফিকিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুলিশ যদি কাউকে গ্রেফতার করে তাকে আসামী হিসেবেই আমরা ট্রিট করবো। সে কারো না কারো আত্মীয় হতেই পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত ডিআইজি মো: আসাদুজ্জামান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমাসের্র সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা প্রমুখ।