মাঠেও জয় এসপি হারুনের

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : এবার ডিসি এবং এসপির মধ্যে হয়েছে হার-জিৎ খেলা । জয় হলো এসপি হারুনের পরাজয় নিয়ে মাঠ ছাড়লেন ডিসি জসিম উদ্দিন । খেলাধুলায় হার-জিৎ তো রয়েছেই। তবে হেরে মন খারাপ হয় না এমন খেলোয়ার পাওয়া মুশকিল। তবে এমনই এক দৃশ্য চোখে পড়ল এক প্রীতি ম্যাচে। হারার পরও হাসছেন এবং আনন্দ করছেন দুই দলের খেলোয়াররা। আলোড়ন তুলে প্রথবারের মতো এমনই এক ফুটবল খেলায় লাল-সবুজ জার্সি গায়ে মুখোমুখি হয়েছিলেন জেলা প্রশাসক একাদশ এবং পুলিশ সুপাার একাদশ। খেলায় ডিসি একাদশকে এসপি একাদশ ৪-১ ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়।
রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাঠে এই ভিন্নধর্মী প্রীতিম্যাচের আয়োজন করা হয়। জেলা প্রশাসক একাদশে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন এবং পুলিশ সুপার একাদশে নেতৃত্ব দেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
প্রীতি ফুটবল ম্যাচে পুলিশ সুপার একাদশের পক্ষে এসপি হারুন ২টি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, বিআরটিএ’র ডিপো ম্যানেজার ১টি গোল করেন। অপরদিকে জেলা প্রশাসক একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন ডিসি জসিম উদ্দিন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।