অবৈধ ভাবে স্কুলে শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও টীকা দান : ২ এনজিও কর্মীকে জরিমানা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে অবৈধভাবে স্কুলের শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা করা ও হেপাটাইটিস বি টীকা দিয়ে টাকা নেয়ার অভিযোগে বেসরকারী এক এনজিও মাশিউসস’র এক নারীসহ দুই জনকে আটকের পর ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সস্তাপুরে কমর আলী উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাহিদা বারিক ভ্রমণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইটনা থানার মৃত তারা মিয়ার ছেলে শাহাবুদ্দিন(৪০) ও কেরাণীগঞ্জ থানার শুভ্যাডা ইউনিয়নের খেজুর বাগ এলাকার সেলিম মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার(৩৯)। তারা ঢাকায় বসবাস করে।
এরআগে এনজিও মাশিউসস দুই কর্মী সস্তাপুর কমর আলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও হেপাটাইটিস বি টীকা দিচ্ছিল। টিকা দেয়া শেষে শিক্ষার্থীদের কাছ থেকে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত নেয়া হয়। এমন সংবাদে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম স্কুলে গিয়ে তাদের দুইজনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের কাছে তুলে দেয়া হয়।
এ বিষয়ে ইউএনও নাহিদা বারিক বলেন, তাদের এই ধরনের কার্যক্রম করার কোন অনুমতি নেই। তারা অবৈধভাবে স্কুলের শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও টীকা দিচ্ছিল। এ দায়ে তাদের দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, তাদের রক্ত পরীক্ষা করা ও টীকা দেয়ার কোন অনুমতি নেই। গত এক সপ্তাহে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনজিও সংস্থাকে ডেকে এনে মৌখিকভাবে সর্তক করা হয়েছিল।