সন্ত্রাসী ভিকির জামিন

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: চাষাঢ়ায় সিএনজি ভাঙচুর ও চালককে মারধর করার ঘটনায় দায়ের করা মামলায় জেলা গোয়েন্দার (ডিবির) হাতে গ্রেফতার হওয়া মিনহাজ উদ্দিন আহমেদ ওরফে ভিকির জামিন দিয়েছেন আদালত।

 

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবতাবুজ্জামানের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

 

এর আগে গত শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নগরীর মাসদাইর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মিনহাজউদ্দিন আহমেদ নগরীর মাসদাইর এলাকার ফয়েজউদ্দিন আহমদ লাভলুর ছেলে। ভিকি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই)।

 

গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে এক সিএনজি চালককে বেধরক পিটিয়ে গণমাধ্যমে শিরোনাম হন ভিকি। এ ঘটনায় ওই সিএনজি চালক মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার বাসিন্দা কামাল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মারধরের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের চাষাঢ়ার রাইফেলস্ ক্লাবের সামনে সিএনজির গতিরোধ করে সিএনজি চালককে হকিস্টিক, লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন গ্রেফতারকৃত মিনহাজউদ্দিন আহমেদ ওরফে ভিকিসহ অজ্ঞাত আরো ৪/৫ জন। এ সময় সিএনজি গাড়িটিও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ বাদীর।

 

এদিকে পুলিশ জানায়, গ্রেফতারকৃত ভিকির বিরুদ্ধে এর আগেও সদর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

 

ভিকির বিরুদ্ধে এছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। গত ২৯ মার্চ জামতলায় এক প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগে ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। গত ১৯ জুন পাটের বস্তা ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com