আধুনিক চারুকলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সাড়ে আট কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের আধুনিক বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেরন মেয়ার ডা. সেলিনা হায়াৎ আইভী। রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর দেওভোগ শেখ রাসেল নগর পার্কে এ ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করা হয়। সিটি কর্পোরেশন ও জাইকার অর্থ সহায়তায় এ ভবন নির্মিত হচ্ছে।
অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরকে মনের মাধুরী মিশিয়ে সাজাতে চাই। যদিও আমি আঁকতে পারি না, আঁকতে পারলে হয়তো পুরো নারায়ণগঞ্জকে এঁকে দেখাতাম।
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সভাপতি এড. আহসানুল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নাইট উপাধী পাওয়া শিল্পী শাহবুদ্দিন আহমেদ, শিল্পাচার্য জয়নাল আবেদীনের কনিষ্ঠ পুত্র প্রকৌশলী মইনুল আবেদিন, বাংলাদেশ চারুশিল্পী সংসদের সভাপতি শিল্পী জামাল আহমেদ, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিল্পী সামছুদ্দোহা, চারুকলা অনুষদ ঢাকা বিশ^বিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের বিভাগীয় প্রধান শিশির ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ সামছুল আলম আজাদ, প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল প্রমুখ।