অয়ন ওসমানের সম্বন্ধী ভিকি গ্রেফতার

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: এবার নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) মিনহাজ উদ্দিন ভিকিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিনহাজউদ্দিন ভিকি মাসদাইর এলাকার ফয়েজউদ্দিন আহমদ লাভলুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক এনামুল হক বলেন, গত রাতে এক সিএনজি চালককে পিটিয়ে গুরুতর জখম ও টাকা-পয়সা লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাকে বিভিন্ন স্থানে প্রকাশ্যে অবৈধ পিস্তল নিয়ে ঘুরতে দেখা গেছে বলেও অভিযোগ রয়েছে। ভিকির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

গত ২৯ মার্চ জামতলায় এক প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগে ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা হয়। গত ১৯ জুন পাটের বস্তা ছিনতাইয়ের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযান চালিয়ে তার হেফাজত থেকে পাটের বস্তা উদ্ধার করতে পারলেও তাকে গ্রেফতার করতে পারেনি।

গত শুক্রবার (৩০ আগস্ট) রাতে এক সিএনজি চালককে বেধরক পিটিয়ে গণমাধ্যমে শিরোনাম হন ভিকি।

 

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com