ভক্তের বাড়িতে মেয়র আইভী!

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র বরাবরই ভক্ত অনুরাগীদের প্রতি দূর্বল। সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় তিনি একটি শিশুভক্তের কাছেও পরাজিত হন। শিশুটিকে কাছে টেনে নেয়ার সে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম সহ গণমাধ্যমে বেশ আলোচনায় আসে।

বুধবার (২৮ আগস্ট) এমনই এক ভক্তের সন্ধান পেয়ে তার নিমন্ত্রণে ছুটে যান বন্দরের মদনগঞ্জের ওই ভক্তের বাড়িতে। বুধবার বিকালে বেশ কয়েকটি উন্নয়ণ কাজের উদ্বোধন শেষে ওই ভক্ত মেয়রকে আমন্ত্রণ জানালে তিনি উপস্থিত সবাইকে নিয়ে ওই বাড়িতে হাজির হন।

 

আব্দুর রব নামের ওই ভক্তের এমএন ঘোষাল রোডস্থ বাড়িতে এসময় আরও উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা , ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলী নওশাদও।

 

লোকমুখে মেয়র এই ভক্তের কথা বেশ কয়েকবার শুনেছেন। মেয়র আইভীর প্রতি তার এই অনুরাগের কথা শুনে মেয়রও বেশ প্রীত।

আব্দুর রব তার বাড়িতে উপস্থিত অতিথিদের চিতই পিঠা ও নানা রকমের ভর্তা দিয়ে আপ্যায়ণ করেন।

মেয়রের উপস্থিতি ও সামান্য পিঠার আপ্যায়নে মুগ্ধতা দেখে রবও খুব খুশি হন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com