ফতুল্লায় কিশোরী ধর্ষিত

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলাডট২৪কম: ফতুল্লায় বাড়ির পাশের একটি দোকান থেকে তেল কিনে বাড়ি ফেরার পথে ১৫ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার রাতে ফতুল্লার রেল স্টেশন জোড়াপুল এলাকায় এ ঘটনা ঘটে।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট সকালে নির্যাতিতার মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ৮টার জোড়াপুল এলাকার এক কিশোরী দোকান থেকে সরিষার তেল কিনতে যায়। তেল কিনে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে শান্ত, শুভ, রাজন ও আরেকজন কিশোরীর পথরোধ করে। এরপর কিশোরীকে পাশ^বর্তী একটি ঝোঁপে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

মামলার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, কিশোরীর মা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com