ত্যাগী নেতাদের নিয়ে কমিটি হবে: সাইফউল্লাহ বাদল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ ডটকম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল বলেছেন, আওয়ামী লীগ তথা শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে ফতুল্লা থানাধীন প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি ঘোষণা করা হবে। ত্যাগী নেতাদেরই এসকল কমিটিতে মূল্যায়ণ করা হবে।

 

কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক ফতুল্লা থানা কমিটি গঠনের লক্ষ্যে ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা ও নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

 

বৃহস্পতিবার ( ২৯ আগষ্ট ) বিকেলে ফতুল্লা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় ।

 

সাইফুল্লাহ বাদল আরোও বলেন, নতুন করে যারা আওয়ামী লীগে যোগদান করতে চায় তাদের পূর্ব পরিচিতি সম্পর্কে ভালো মতো ধারনা রেখেই সদস্য সংগ্রহের ফরম বিতরণ করতে হবে।

 

ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী শওকত আলী ।

 

বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ছানাউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ আউয়াল, সাংগঠনিক সম্পাদক ওয়ালী মাহমুদ খান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ লিটন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরীফুল হকসহ নেতৃবৃন্দ ‌।

 

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট এবং ২১ আগষ্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং সাংসদ একেএম শামীম ওসমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com