‘হোটেলের রুমে নিয়ে যেতে চেয়েছিল পরিচালক’

 

বিনোদন প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বিদ্যা বালানকে হোটেল রুমে নিয়ে যেতে চেয়েছিলেন এক চলচ্চিত্র পরিচালক। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানালেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

 

পুরনো কথা, কিন্তু সেকথা অত্যন্ত ভয়ংকর ও আতঙ্কের। সম্প্রতি অক্ষয় কুমারের সঙ্গে মিশন মঙ্গল ছবি করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন বিদ্যা বালান। ছবির মুক্তির পর একটি সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে গিয়ে কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা স্বীকার করলেন এই অভিনেত্রী।

 

পুরনো কথা মনে করে বিদ্যা বলেছেন, ‘আমার একটা দিন মনে পড়ছে চেন্নাইয়ে, এক পরিচালক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি বলেছিলাম চলুন কফি শপে বসে কথা বলি, কিন্তু তিনি ক্রমাগত আমাকে বলছিলেন হোটেল রুমে যেতে। আমি উঠে আমার ঘরের দরজাটা খুলে দিয়েছিলাম, তার পরই পাঁচ মিনিটে ঘর ছেড়ে বেরিয়ে যায় সে।’

 

বিদ্যা আরও বলেছেন, ‘একবার একজন লিখেছিল, বিদ্যা যা সব ড্রেস পরে তাতে কোনও ব্যবসা তো দূর, ঘরে বসে থাকা উচিত।… এই কথাটা আমাকে অনেকদিন তাড়িয়ে বেরিয়েছিল। আমি সেটা নিয়ে স্বপ্ন দেখতাম আর রাগ হতো। এখন এই কথাগুলো আমাকে ছোঁয় না।’

 

বিদ্যা জানিয়েছেন, তামিলে প্রায় ১২টি ছবিতে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সবই হয়েছিল মৌখিক ভাবে পাওয়া কাজ। কোনও লিখিত চুক্তি ছিল না বলে অন্য নায়িকাকে নিয়ে বিদ্যাকে সরিয়ে দেওয়া হয়েছিল। বিদ্যা আরও বলেছেন, ‘আমার বাবা-মা চেন্নাই এসে প্রযোজকের সঙ্গে দেখা করেছিলেন। ওই প্রযোজক কয়েকটি ক্লিপ দেখিয়ে বলেছিল, ওকে কি কোনও দিক থেকে নায়িকা মনে হয়?’

 

মায়ের কাছ থেকে ঘটনার কথা শুনে প্রায় ৬ মাস আয়নায় মুখ দেখতে পারেননি বিদ্যা। নিজেকে অত্যন্ত কুৎসিত মনে হয়েছিল তাঁর।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com