না’গঞ্জে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে এক পোষাক শ্রমিককে ধর্ষণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেন আদালত। তবে অভিযুক্ত পলাশ নামের এক আসামীকে খালাস প্রদান করা হয়। দ-প্রাপ্তরা হলেন-চঞ্চল হোসেন, শহীদুল ইসলাম, শাকিল হোসেন ও আরিফ হোসেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন দ-প্রাপ্ত আসামী চঞ্চলের উপস্থিতিতে এ রায় দেন। বাকিরা পলাতক রয়েছেন।
২০১০ সালের ১৫ মার্চ রাতে নগরীর তামাপপট্টি এলাকার প্রিন্ট কারখানার ওই শ্রমিক বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তার পথরোধ করে গণধর্ষণ করে। এ ঘটনায় ওই শ্রমিকের মা মমতাজ বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌশুলী ( স্পেশাল প্রসিকিউটর) রাকিবউদ্দিন রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ৯ বছর পরে আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দিলেন।