টানবাজারে দুই শতাধিক দোকান উচ্ছেদ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বহুতল ভবন করার লক্ষ্যে শহরের টানবাজারের টানবাজার পার্ক খ্যাত মার্কেটটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

 

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে শুরু হয় এ উচ্ছেদ কার্যক্রম। এ সময় মার্কেটের ২২১টি দোকান গুড়িয়ে দেওয়া হয়।

 

উচ্ছেদ কার্যক্রমের বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সার্ভেয়ার আবুল কালাম জানান, দীর্ঘ দিন সময় দেওয়ার পর সোমবার থেকে টানবাজার পার্ক উচ্ছেদ করা হচ্ছে। এখানে ১ একর জায়গা বহুতল ভবন নির্মাণ করা হবে, সেখানে প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট করা হবে। এর পাশাপাশি তিন তলা জুড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে। এতে শহরে যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ হবে বলে আশা করছি। এছাড়া টানবাজার পার্কে ২২১টি দোকান রয়েছে, তাদের সকলেই এই ভবনে শর্তসাপেক্ষে একটি করে দোকান পাবেন।

 

তিনি বলেন, উচ্ছেদ চলাকালে কেউ আমাদের বাধা দেয়নি। বরং মালিকরাই দোকান উচ্ছেদে সহযোগিতা করেছে। এর কারণে উচ্ছেদ পরিচালনা দ্রুত সময়ে শেষ হয়ে যাবে আশা করি।

 

জানা যায়, প্রায় ৭০ বছরের পূর্বে শহরের প্রধান মার্কেট হিসেবে টানবাজার পার্ক পরিচিতি ছিল। মার্কেটের পাশেই ছিল তৎকালীন পতিতালয়। পতিতালয়টি নিষিদ্ধ ঘোষণা করা হলে মার্কেটটিতে ব্যবসা মন্দা দেখা দেয়। পরে অনেক ব্যবসায়ী দোকান বিক্রি কিংবা ভাড়া দিয়ে দেন।

 

এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পৌরসভা থাকা অবস্থায় মার্কেটটিকে আধুনিকায়ন করার জন্য উদ্যোগ নেন তৎকালীন পৌর চেয়ারম্যান ডা. সেলিনা হায়াৎ আইভী। পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তর হওয়ার পর এখানে বহুতল ভবন নির্মাণ ও শহরের সর্বোচ্চ পার্কিং ব্যবস্থার কাজ শুরু করেন মেয়র আইভী। এ বিষয়ে মার্কেটটির ব্যবসায়ী ও মালিক সমিতির সাথে কয়েক দফা বৈঠক হয় সিটি কর্পোরেশনের। বৈঠকে ব্যবসায়ীরা সময় চাইলে মেয়র তাদের সময় দেন এবং বহুতল ভবনে শর্ত সাপেক্ষে দোকান দেওয়া হবে বলে আশ্বাস দেন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com