বিএনপি-জামায়াত বোমা মারার সংস্কৃতি শুরু করেছে: জুয়েল
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জুয়েল হোসেন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি-জামায়াত বোমার মারার সংস্কৃতি শুরু করেছে। মানুষ পুড়িয়ে মেরে বিএনপির-জামায়াত গদিতে বসার স্বপ্ন দেখে। স্বাধীনতাবিরোধী এই চক্রটি ১৫ আগস্ট ও ২১ আগস্ট হামলার নায়ক। তারা ভেবেছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে দেশে জঙ্গীবাদ প্রতিষ্ঠিত করবে। কিন্তু রাখে আল্লাহ মারে কে। জননেত্রী শেখ হাসিনার উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে। দেশের ১৬ কোটি মানুষের দোয়া রয়েছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে বন্দরের একরামপুরে ইস্পাহানী বাজারে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল আরও বলেন, স্বাধীনাতবিরোধী এই চক্রটি ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের রাজনীতির প্রাণপুরুষ শামীম ওসমানকে হত্যার জন্য বোমা হামলা করেছিল। কিন্তু মানুষের দোয়ায় প্রাণে বেঁচে যান আমাদের নেতা শামীম ওসমান। স্বাধীনতাবিরোধী এই চক্রটিকে রুখতে হবে। কারণ এই চক্রটি মাথা চাড়া দিয়ে উঠলে দেশে জঙ্গীবাদের উত্থান ঘটবে।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি মানিক শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সহসভাপতি পলাশ, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মোক্তার, রানা প্রধান, সঞ্চয় রহমান, প্রচার সম্পাদক উজ্জ্বল দে, দপ্তর সম্পাদক ইমরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা, মমিন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা নোমান আহাম্মদ, মাহবুব প্রমুখ।