বাবুরাইলে যুবক খুন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বাবুরাইলে সোলেমান হোসেন অপু (২৮) নামের যুবক খুন হয়েছে। অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
শুক্রবার (২৩ আগস্ট) শহরের তাতীপাড়ায় রাত ৮টায় ওই ঘটনা ঘটে। নিহত অপু বাবুরাইল এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানান, অপু বাবুরাইল এলাকার কাশেম ডেকোরেটরের বৈদ্যুতিক মিস্ত্রি। শুক্রবার রাতে বাসা থেকে বের হয়ে তাতীপাড়া এলাকায় যায় অপু। ওই সময়ে অজ্ঞাত লোকজন তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু ঘটে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, কি কারণে কারা তাকে হত্যা করেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজন কোন ক্লু জানাতে পারেনি। বিষয়টি তদন্ত চলছে।