সোনারগাঁয়ে মসজিদের ইমামকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মসজিদের ইমামকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত ইমামের নাম দিদারুল ইসলাম।

 

২২ আগষ্ট (বৃহস্পতিবার) ভোরে উপজেলার মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে  মসজিদের হুজুরাখানা থেকে ইমামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মসজিদের ইমামের গ্রামের বাড়ি নড়াইলের কালিগঞ্জ।

 

স্থানীয় মুসল্লিরা জানান, গত ২৬ জুলাই পাশ্ববর্তী ছোট কাজীরগাঁও গ্রামের মসজিদের ঈমামের পরিচয়ে এই মসজিদে আসেন।

 

মুসল্লিরা জানান, ঈদের পরদিন মঙ্গলবার ট্রেনিং এর কথা বলে বাইরে যান। পরে শুক্রবার জুমার নামাজ পড়ান। এরপর আবার ট্রেনিং এ চলে যান। পরে আবার মঙ্গলবার আসরের নামাজ পড়ান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

সোনারগা থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে কোন এক সময় দুবৃত্তরা মসজিদে প্রবেশ করে মসজিদের ইমামকে গলাকেটে হত্যা করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com