চাষাড়ায় আ’লীগের স্মরণসভায় যুবলীগ নেতা সনমের মিছিল নিয়ে যোগ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে চাষাড়ায় জেলা আওয়ামী লীগের সভায় বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছে ফতুল্লা থানা যুবলীগ নেতা খায়ের উল্লাহ সনম।
বুধবার (২১ আগস্ট) বিকালে খায়ের উল্লাহ সনমের নেতৃত্বে মিছিলটি চাষাড়ায় মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালের মিছিলে যুক্ত হয়ে সভায় অংশ নেয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন -যুবলীগ নেতা বিশ্বজিৎ মন্ডল শুভ, তপু মন্ডল, বাবু, টিপু, লিটন, ইব্রাহিম, আরাফাত, হিরা প্রমুখ।











