ফতুল্লায় নৈশপ্রহরী খুন

 

ফতুল্লা  প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:তুল্লায় একটি বাড়িতে আবুল কালাম (৫০) নামে এক নৈশপ্রহরীকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বাড়িওয়ালার ধারনা ডাকাতিতে বাধা দেয়ায় আবুল কালামকে হত্যা করা হয়েছে।

 

বুধবার (২১ আগস্ট) ভোরে ফতুল্লার পূর্ব শাহী মহল্লার এমএ মতিনের বাড়িতে এঘটনা ঘটে।

নিহত নৈশপ্রহরী আবুল কালাম বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাতপাশা গ্রামের মৃত.আব্দুল গনি ঢালির ছেলে। সে স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে নিয়ে ফতুল্লার শাহীবাজার এলাকার আলাউদ্দিন ডাক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। আর সে একই এলাকায় নৈশপ্রহরীর কাজ করেন।

 

বাড়িওয়ালা মতিনের মেয়ের জামাই এনায়েত হোসেন জানান, সে তার শশুরের বাড়িতে স্বপরিবারে বসবাস করে ব্যবসা করেন। ঈদের পর ১৫ আগস্ট স্বপরিবারে গ্রামের বাড়ি বরিশাল জেলায় বেড়াতে যায়। বুধবার সকাল সাড়ে ৭টায় গ্রামের বাড়ি থেকে এসে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো ছড়ানো ছিটানো। দ্বিতীয় কক্ষে এ অবস্থা দেখে তৃতীয় কক্ষে গিয়ে দেখেন নৈশপ্রহরী আবুল কালামের মুখে কচটেপ পেচানো গলা কাটা রক্তাক্ত নিথর দেহ খাটের উপর পড়ে আছে। এরপর আশপাশের লোকজনদের জানানো হয়। পরে ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানার ওসি সহ অন্যান্য পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করা হয়।

 

তিনি আরো জানান, ডাকাতরা ডাকাতি করতে এসে নৈশপ্রহরীর বাধা দেয়ার কারনে তারাই জবাই করে হত্যা করে লাশ ফেলে চলে যায় বলে ধারনা করা হচ্ছে।

 

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা নৈশপ্রহরীকে জবাই করে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর ঘটনাটি তদন্ত করে হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com