বন্দরে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে৷ নিহতের নাম ফাতেমা আক্তার৷

 

সোমবার (১৯ আগস্ট) রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে মারা যান তিনি।

 

রক্তের ক্যান্সার নিয়ে বেঁচে থাকার লড়াই চলছিল বন্দরের বাসিন্দা ফাতেমা আক্তারের৷ শেষ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি৷

 

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ রশীদ বলেন, গত রবিবার রাত নয়টার দিকে ফাতেমা আক্তার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি লিউকেমিয়া অর্থাৎ রক্তের ক্যান্সারের রোগী ছিলেন।

 

এ নিয়ে নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন নারী ও শিশুসহ ৬ জন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com