ফতুল্লায় সাংসদ সেলিম ওসমানের গার্মেন্টেসে আগুন নিয়ন্ত্রণে

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার দাপায় অবস্থিত সংসদ সদস্য সেলিম ওসমানের মালিকানাধীন রপ্তানীমুখি প্রতিষ্ঠান উইসডম এ্যাটায়ার্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে বিসিক শিল্প এলাকা, মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মণ্ডলপাড়ায় ফায়ার স্টেশনের ফায়ারম্যান একেএম মাসুদ রানা প্রেসবাংলা২৪ডটকমকে জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমাদের টিম চলে এসেছে। তবে ফতুল্লার টিম কাজ করছে।