রূপগঞ্জে সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে বাছেদ ওরফে বাঘা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মাছুমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত বাছেদ ওরফে বাঘা ওই এলাকার মৃত জয়নাল আবেদীন বাঘার ছেলে।

 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার ভোরে ঘুম থেকে উঠে দরজা খুলতে যায় বাছেদ বাঘা। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দিলে সে চিৎকার দিয়ে মাটিতে লুটে পরে। পরে পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com