ফতুল্লায় ধর্ষণের অভিযোগে দন্তচিকিৎসক গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় গার্মেন্টকর্মীকে (১৭) ধর্ষণের অভিযোগে রফিকুল ইসলাম অপু (৪০) নামে এক দন্তচিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তবে গার্মেন্টসকর্মীর পরিবার যাতে মামলা না করে সেজন্য লোকজন দিয়ে নানা ধরনের হুমকি প্রদান করা হচ্ছে বলে ধর্ষিতার পরিবার অভিযোগ করেন।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে ফতুল্লার পঞ্চবটি এলাকা থেকে ডাক্তার অপুকে গ্রেফতার করা হয়। সে ফতুল্লার পঞ্চবটিস্থ মামুন মার্কেটে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসা করে।
গ্রেফতারকৃত ডেন্টাল ডাক্তার অপু ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করের জানান, ফতুল্লার পঞ্চবটি রোশন হউজিং এলাকায় পরিবারের সাথে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী। তার মায়ের দাতের সমস্যা নিয়ে পঞ্চবটিস্থ মামুন মার্কেটে একটি ডেন্টাল ক্লিনিকে চিকিৎসার জন্য যায়। চিকিৎসা করাতে গিয়ে সেই ক্লিনিকের লম্পট চিকিৎসক রফিকুল ইসলাম অপু’র কু-নজর পড়ে গার্মেন্টসকর্মীর দিকে। তখন অপু গামের্ন্টসকর্মীকে পছন্দ হওয়ায় তার মাকে বলে আপনার মেয়েকে বিয়ে করবো। সেই সুবাধে লম্পট অপু গামের্ন্টসকর্মীর পরিবারের সাথে সু-সম্পর্ক গড়ে তোলে। পূর্ব পরিচয়ের সুবাধে ১৭ আগষ্ট দুপুরে গার্মেন্টকর্মীকে ফোনে অপু তার চেম্বারে ডেকে আনেন। সেখানে জোরপূর্বক ধর্ষন করে।
তিনি আরও বলেন, ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মীর অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে অপুকে গ্রেফতার করা হয়। আর এ ঘটনায় ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।