মুসলিমনগরে ইব্রাহিম হোসেনের উদ্যোগে শোক দিবস পালন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার মুসলিমনগরে যুবলীগ নেতা ইব্রাহিম হোসেনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে মুসলিমনগরে মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার পঞ্চায়েত প্রধান মো: শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফজলুল হক সরকার অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো, লাল সবুজের পতাকা পেতাম না। হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবকে হারিয়ে আমরা পিছিয়ে পড়েছিলাম। কিন্তু তাঁর সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ এখন দূর্বার গতিতে এগিয়ে চলেছে।