বক্তাবলীতে আ’লীগ নেতা খোরশেদ মাস্টারের শোক দিবস পালন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শোক দিবস পালন করেছেন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মাস্টার।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বক্তাবলীর কানাইনগর এলাকায় খোরশেদ আলমের নেতৃত্বে মিলাদ, দোয়া ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আবদুল মোতালিব, প্রবীন আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ, বাচ্চু মিয়া, রাসেদুল ইসলাম সুমন, আক্তার হোসেন, সালাউদ্দিন, তারা মিয়া, ফয়সাল চৌধুরী, ইব্রাহীম মিয়া, আবদুল কাদির ও ৬নং ওয়ার্ড সদস্য মোঃ রাসেল চৌধুরী প্রমুখ।