ধলেশ্বরী নদীতে গোছল করতে গিয়ে শিশু নিখোঁজ
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে বন্ধুদের সাথে গোছল করতে গিয়ে পলাশ চন্দ্র দাস (১১) শিশু নিখোঁজ হয়েছে।
১৩ আগষ্ট (মঙ্গলবার) দুপুরে আলীরটেক ইউনিয়নের ডিক্রীরচর খেয়াঘাটে ধলেশ^রী নদীতে শিশুটি নিখোঁজ হয় ।
নিখোজ শিশু পলাশ চন্দ্র দাস কুমিল্লা দেবীদ্বার এলাকার উত্তম চন্দ্র দাসের ছেলে। সে ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া ভাড়াটিয়া বাড়িতে পরিবারের সাথে বসবাস করত।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী ডুবুরি দল তল্লাশী চালিয়েও নিখোঁজ পলাশের সন্ধান পায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া স্টেশনের পরিদর্শক সিরাজুল ইসলাম।
প্রেসবাংলাকে তিনি জানিয়েছেন, পলাশ চন্দ্র দাস দুপুরের পর ডিক্রীরচর এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এখন পর্যন্ত সে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে তার সন্ধানে তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বৃষ্টি ও সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আজকের মতো তল্লাশি অভিযান সমাপ্ত করা হয়েছে। কাল সকাল থেকে পুনরায় তল্লাশি চালানো হবে ।