কুড়িগ্রামে ৪০০ বন্যার্তদের ত্রাণ দিলেন প্রবাসী বাংলাদেশী সংগঠন (প্রবা)

কুড়িগ্রাম প্রতিনিধি,প্রেসবাংলা২৪.কম : প্রবাসে থেকেও জন্মভূমির প্রিয় দেশের মাটি ও মানুষদের ভোলেনি তারা। কুড়িগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এসএসসি ’৯০ ব্যাচের প্রবাসী বাংলাদেশীদের সংগঠন (প্রবা)।

 

শনিবার (১০ আগষ্ট) দুপুরে উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও বিনামুল্যে জরুরী চিকিৎসাসেবা সহ ঔষধ দিয়েছে সংগঠনটি।

 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আনীন, প্রবা’র মহাসচিব আসাদুল হক, পরিচালক সোহরাব মোল্লা, কামরুল হাসান জুয়েল, মাহফুজার রহমান বুলেট, রাজিয়া সুলতানা লাকী, শাহানুর আলম ও বিপ্লব সাহা।

ত্রাণ সহায়তা হিসেবে দেয়া হয় ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, লবণ ১ প্যাকেট, সেমাই ১ প্যাকেট, তেল ১ লিটার, আলু ২ কেজি।

 

এসময় উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় বন্যার্তদের বিনামুল্যে চিকিৎসাসেবা সহ ঔষধ বিতরণ করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com