ফতুল্লায় আবারও শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় আবারও ৮ বছর বয়সী একটি শিশু ধর্ষণের অভিযোগে ফজলুর রহমান নামের এক ইমামকে গ্রেফতার করেছে র‌্যাব। অভিযুক্ত ইমাম ফতুল্লার চাঁনমারী এলাকার বায়তুল হাফেজ জামে মসজিদের ইমাম। সেই সাথে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে ইমামের ৫ জন অনুসারীকেও গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) উত্তর চাষাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি দল। পরে দুপুরে আদমজীস্থ র‌্যাবের কার্যালয়ে তাদের গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়।

 

ইমাম ফজলুর রহমান নেত্রকোনা জেলার কেন্দুয়ার সরাপাড়া এলাকার মৃত রিয়াজউদ্দিনের ছেলে। এ ঘটনায় আটক অন্যরা হলো- রমজান আলী, গিয়াস উদ্দিন, হাবিব এ এলাহী ওরফে হবি, মোতাহার হোসেন ও শরিফ হোসেন। ইমাম ছাড়া আটক অন্যরা প্রত্যেক ওই মসজিদ কমিটির সদস্য।

ধর্ষিতা শিশুর পরিবারের বরাত দিয়ে র‌্যাব জানায়, দ্বিতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রী রাতে দুঃস্বপ্ন দেখতো বলে তার বাবা মসজিদের ইমাম ফজলুর রহমানের কাছ থেকে পানি পড়া ও ঝাড়ফুঁক দিতে নিয়ে যায়। ঝাড়ফুঁকের কথা বলে মসজিদের তৃতীয় তলায় নিজের শয়ন কক্ষে নিয়ে গিয়ে মুখ ও হাত বেঁধে শিশুটিকে ধর্ষণ করে ফজলুর রহমান। পরে এ ঘটনা না জানানোর জন্য শিশুটিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু শিশুটি বাসায় ফিরে বাবা-মাকে এ বিষয়ে জানালে শিশুটির বাবা মসজিদ কমিটির লোকজনের কাছে নালিশ করে। কিন্তু মসজিদ কমিটির কিছু লোক ও ইমামের অনুসারীরা তাকে এ বিষয়ে বাড়াবাড়ি না করার জন্য শাসায়। কিন্তু শিশুটির বাবা কৌশলে র‌্যাবের কাছে গিয়ে নালিশ করে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com