সুজন’র গোলটেবিল বৈঠক বুধবার
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’-শীর্ষক গোলটেবিল বৈঠক আগামীকাল বুধবার (৭ আগস্ট)।
বুধবার বিকাল ৪টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের সুজন’র নারায়ণগঞ্জ জেলা কমিটি এর আয়োজন করেছে।
সুজন’র জেলা সভাপতি আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আব্দুর রহমান জানান, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের জন্ম। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির ৪৮ বছর পরেও বহুমত ও বহুপথকে ধারণ করে শান্তিপূর্ণ সহাবস্থানের গণতান্ত্রিক সংস্কৃতি ক্রমেই যেন ফিকে হয়ে আসছে আমাদের সমাজে। আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা আবারও জায়গা পেলেও, রাজনীতিতে ধর্মের ব্যবহার যেন নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। মানবাধিকার বিষয়টিও আজ যেন প্রশ্নবিদ্ধ।
তিনি আরও জানান, এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যাপক রাজনৈতিক সংস্কার এবং রাজনৈতিক দলসমূহের মধ্যে পারস্পরিক সমঝোতার কোনো বিকল্প নেই। এমনি একটি প্রেক্ষাপটে বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনার জন্য সুজন এর উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।