‘সা’দপন্থীরা বিপদগামী’
প্রতিবেদক, প্রেসবাংলা ২৪ ডটকম: তাবলীগ জামাতের সা’দপন্থীরা বিপদগামী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদ। তারা বলেছেন, ফতুল্লা কায়েম পুর মসজিদের ইমামের উপর হামলা হয়েছে। মসজিদের ইমাম হওয়া সত্বেও এতয়াতি সাদ পন্থিরা একজন আলেমের উপর হামলা করেছে। তাদের এত বড় সাহস হয় কোথায়। তারা বিপদগামী।
মঙ্গলবার (৬ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা ওলামা পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
উপস্থিত বক্তারা আরও বলেন, টঙ্গী ইজতেমায় মার খেয়েছি, কিছু বলিনি। আমাদের কাজটা কি এটা আপনাদের বুঝতে হবে। আমরাতো রাসূলের দীনের দাওয়াতী কাজ করছি। মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি। আমরা যদি হাত উঠাই এ হাত নামানোর ক্ষমতা বাংলাদেশে কারো নেই।
নারায়ণগঞ্জ প্রশাসনের উদ্দেশ্যে তারা বলেন, ইমামের হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ প্রশাসন যদি ২৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার না করে, তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। আমরা যদি রাজ পথে নামি তখন কেউ আমাদের রাজপথ থেকে উঠাতে পারবে না। সাদপন্থীরা ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে এসেছে। আমরা তা হতে দিব না।
বিক্ষোভ সমাবেশে মাদানি নগর মাদরাসার মুহাদ্দিস মুফতি বশির উল্লাহর সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন ওলামা পরিষদ নারায়ণগঞ্জের সদস্য মাওলানা ফেরদাউসুর রহমান, মাও.দেলোয়ার হোসেন, মুফতি হারুনুর রশিদ, মাওলানা আবু সাইদ খালিদ প্রমুখ।