মতিন চৌধুরীকে ভুলে গেল বিএনপি!

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আব্দুল মতিন চৌধুরীকে ভুলে গেল বিএনপি! আজ ৪ আগস্ট তাঁর ৭ম মৃত্যুবার্ষিকী। বিএনপির এক সময়ের প্রভাবশালী এই নেতার মৃত্যুবার্ষিকীতে বিএনপির কোন কর্মসূচি নেই। কর্মসূচি না থাকলেও বিএনপির কয়েকজন নেতাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করতে দেখা গেছে।

 

২০১২ সালের ৪ আগস্ট রাজধানীর সিদ্বেশ্বরীর মনোয়ারা হাসপাতালে মারা যান তিন বারের নির্বাচিত সংসদ সদস্য ও দুই বারের এই প্রভাবশালী মন্ত্রী।

 

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, বন্দরে বিএনপির এক নেতার মায়ের মৃত্যুর কারণে আজকের (রোববার) কর্মসূচি পালন করা হচ্ছে না। তবে আগামীকাল সোমবার প্রতি বছরের মতো আব্দুল মতিন চৌধুরীর জন্য মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।

 

মহানগর যুবদলের আহবায়ক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমার জানামতে কোন কর্মসূচি নেই।

 

তিনি জানান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার প্রতি বছর এ কর্মসূচিটি পালন করতেন। কিন্তু এবার তিনি স্বপরিপারে হজ্বে গিয়েছেন।

 

তবে এ বিষয়ে কথা বলার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com