ফতুল্লা থানা মৎসজীবি দলের সদস্য সচিব হলেন রাসেল প্রধান
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা মৎসজীবি দলের সদস্য সচিব হয়েছেন রাসেল প্রধান। নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান শনিবার (৩ আগস্ট) ১৭ সদস্যের ওই আহবায়ক কমিটি অনুমোদন করেন। কমিটিতে আহবায়ক করা হয়েছে জুয়েল চৌধুরীকে।
কমিটিকে আগামী ২১দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
কমিটিতে ৮জনকে যুগ্ম আহবায়ক ও ৭জনকে সদস্য রাখা হয়েছে।
কমিটির যুগ্ম আহবায়করা হলেন- হোসেন আলী বেপারী, মতিউর রহমান, মামুন হাসান, ফজলুল হক শিকদার, আজিজুর রহমান, রতন চৌধুরী, মোহাম্মদ হোসেন ও মাহে আলম সিদ্দিকী।
কমিটির সদস্যরা হলেন- কামাল হোসেন, আল আমিন, সাঈদ দেলোয়ার, আব্দুস সাত্তার শিকদার, মো: খোকন, মোখলেছুর রহমান ও সোহেল।
সদস্য সচিবের দায়িত্ব পাবার পরে এক প্রতিক্রিয়ায় রাসেল প্রধান বলেন, আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তাতে আমি গর্বিত। এজন্য সৃষ্টিকর্তার পরে দলের সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে।
রাসেল প্রধান আরও বলেন, আগামীদিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করতে মৎসজীবি দল অগ্রণী ভূমিকা পালন করবে।