প্রিপারেটরী স্কুলে চুরির ১ মাসেও উদ্ধার হয়নি মালামাল
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ প্রিপারেটরী স্কুলে চুরির ঘটনার এক মাস পেরিয়ে গেলেও কোন মালামাল উদ্ধার হয়নি। গত ৫ জুলাই স্কুলের অধ্যক্ষের কক্ষ থেকে একটি ল্যাপটপ ও অর্ধলক্ষ টাকা চুরির ঘটনায় মামলা হয়েনি পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের।
তাদের অভিযোগ, বেশ কয়েকবার সিসি টিভির ফুটেজ দেখানো ও পুলিশের সাথে যোগাযোগ করা হলেও পুলিশ কার্যকর কোন ব্যবস্থা নেয়নি।
স্কুলের অধ্যক্ষ আব্দুল বারী জানান, গত ৫ জুলাই রাতে স্কুল থেকে একটি ল্যাপটপ ও প্রায় ৫০ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়। তাছাড়া আমাদের প্রতিষ্ঠানের সিসি টিভি ফুটেজও রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন মালামাল উদ্ধার হয়নি।
এ বিষয়ে কথা বলার জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহাদাত হোসেনকে রোববার দুপুরে বেশ কয়েকবার ফোন দিলেও কেউ রিসিভ করেননি।