নিখোঁজের ৪দিন পরে শীতলক্ষায় শ্রমিকের লাশ

 

সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে নিখোঁজের ৪দিন পরে শীতলক্ষা নদীতে নাজির আহাম্মেদ (৫৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত ৩০ জুলাই শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলার ও যাত্রীবাহী নৌকা সংঘর্ষের ঘটনায় তিনি পানিতে ডুবে নিখোঁজ হন।

 

শনিবার (৩ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত শ্রমিক নাজির আহাম্মেদ বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়ার নাজিরাপট্রি এলাকার মৃত আমিন আলী মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই বিকেলে নাজির আহাম্মদ নারায়ণগঞ্জ শহর থেকে কাজ শেষে নৌকাযোগে বন্দর ১নং খেয়াঘাটে দিকে রওনা হয়। ওই সময় একটি বালুবাহী ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। সেসময় নৌকার অন্য যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নাজির আহাম্মেদ পানিতে তলিয়ে যায়। দীর্ঘ ৪ দিন নিখোঁজ থাকার পর সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ।

 

সোনারগাঁ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চর কিশোরগঞ্জ এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com