বন্দরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ব্রহ্মপুত্র নদী থেকে এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় ব্রহ্মপুত্র নদীতে যুবকের লাশটি উদ্ধার করে বন্দর থানা পুলিশ। নিহতের পরনে ছিল হাফপ্যান্ট। লাশটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে তার কোন পরিচয় পাওয়া যায়নি ।

বন্দর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নদীতে লাশ ভাসছে এমন সংবাদে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মনে হচ্ছে লাশটি কয়েকদিন আগের হবে। নিহতের নাম পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com