শীতলক্ষায় ডুবে শিশুর মৃত্যু
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়াসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে বন্দরের মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মাহমুদনগরের জাকির হোসেনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে মাহমুদনগরের সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরীর পাশে শীতলক্ষা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় ইয়াসিন। পরে রাতে ডুবুরীদের একদল তাকে খুঁজতে পানিতে নামে। গভীর রাতে তার লাশ উদ্ধার করা হয়।