না’গঞ্জে সাংবাদিকরা হুমকির মুখে: ডিসি
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সাংবাদিকরা সবচেয়ে বেশি হুমকির মুখে আছেন বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, বিশ্বের সবদেশের সাংবাদিকরা হুমকির মুখে আছেন কিন্তু নারায়ণগঞ্জের সাংবাদিকরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হুমকির মুখে। হুমকির মুখে থাকাই ভালো। হুমকি না থাকলে মনে হয় যে সাংবাদিক না। আমি আপনাদের সঙ্গে নিয়ে পরিবেশ উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে কাজ করতে চাই।
বুধবার (৩১ জুলাই) বেলা ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মূল ধারার সাংবাদিকদের কথা বলছেন। এটা নিয়ে আমিও হুমকির মুখে আছি, সবাই হুমকির মুখে আছে। এই সাংবাদিকাদের ধরবে কে এটাই বুঝতে পারছি না। সেদিন মন্ত্রী মহোদয়ও এ নিয়ে বললেন, নারায়ণগঞ্জে একি অবস্থা! আমি বললাম, স্যার এক্ষেত্রে আপনার, আমার কিছু করার নেই। আমার কাছে সাহায্য চাইলে আমি তা করতে পারবো।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক সালাম জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূঁইয়া শামীম, সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, ছড়াকার ও সদস্য ইউসুফ আলী এটম, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি এমএ খান মিঠু, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমির হুসাইন স্মিথ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ আহসান সাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রনব কৃষ্ণ রায়, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নাহিদ আজাদ, লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন, নারায়ণগঞ্জ টুডের সম্পাদক সীমান্ত প্রধান, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ।