দেওভোগের শাকিল হত্যাকারীদের বিচারের দাবিতে মানব বন্ধন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার দেওভোগ হাশেমবাগের অস্ত্রধারীদের হাতে নিহত যুবক শাকিল হত্যাকারীদের বিচারের দাবিতে মানব বন্ধন ও মিছিল করেছে এলাকাবাসী।

 

বুধবার (৩১ জুলাই) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধনে স্থানীয়রা এ ঘটনায় জড়িত সকল আসামীর গ্রেফতার দাবি ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

 

মানব বন্ধন শেষে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয় এলাকাবাসী।

নিহত শাকিলের ভাই সাইদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলো।

 

মানববন্ধনে এলাকাবাসী জানান, শাকিল এলাকার সকলের কাছে ছিলো প্রিয় ব্যক্তিত্ব। এলাকার মানুষের সমস্যা কিংবা প্রয়োজনে তাকে ডাকলে পাশে পাওয়া যাবে না এটা কখন কেউ ভাবতে পারেনি।

 

মানব বন্ধনে সাবেক ইউপি সদস্য হেদায়েত উল্লাহ খোকন বলেন, সত্যই এখন আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই। পুলিশ সন্ত্রাসীদের ধরে নিয়ে যায়, কিন্তু ২ দিন পর ঠিকই ছুটে আসে।

 

 

 নিহতের বড় ভাই সাঈদ হোসেন বলেন, আমার ভাই জানতো কিভাবে মানুষকে সম্মান করতে হয়। সেটাই শিখিয়ে দিয় গেছে। এ শিশু বাচ্চাটি আমার কাছে যখন জানতে চায়- আমার আব্বু আসে না কেন? তখন কিছু বলতে পারি না। যখন ওর মা আমাকে বলে, আমার স্বামীকে এনে দেন- তখন আমি কিছু বলতে পারি না। আপনাদের কাছে আমার একটাই দাবি, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-নারী ইউপি সদস্য মরিয়ম বেগম, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য দুলাল হোসেন ও পূর্ব নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।

 

প্রসঙ্গত গত শনিবার রাতে হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে প্রাণ হারায় শাকিল। ওই সময় আহত হয় আরও ৬জন। এঘটনায় মামলার পরে পুলিশ চান্দু নামের এক আসামীকে গ্রেফতার করে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com