ফতুল্লা মডেল প্রেস ক্লাবের বর্ষপূর্তিতে ঐক্য ও বস্তুনিষ্ঠতা চাইলেন জনপ্রতিনিধিরা!
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সংবাদে বস্তুনিষ্ঠতা প্রত্যাশা করেছেন জনপ্রতিনিধিরা। তাদের মতে, নারায়ণগঞ্জের সাংবাদিকদের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু সাংবাদিকদের মধ্যে তেমন একটা ঐক্য দেখা যায় না। যার ফলে ঘন ঘন সংগঠন গড়ে উঠছে। এতে পেশাদার সাংবাদিকরা তাদের মর্যাদা ধরে রাখতে পারছেন না। পেশাদার সেসব সাংবাদিকদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদও প্রত্যাশা করেন কয়েকজন জনপ্রতিনিধি।
মঙ্গলবার (৩০ জুলাই) নগরীর জামতলায় একটি রেস্তরাঁয় ফতুল্লা মডেল প্রেস ক্লাবের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে আগত বক্তারা উপরোক্ত আহবান জানান।
ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) হাসানুজ্জামান হাসান, তরুণ ব্যারিস্টার শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নাহিদা বারিক বলেন, আপনারা সমাজের দর্পন, সমাজের অসঙ্গতি তুলে আনা আপনাদের কাজ। আশা করব ফতুল্লা মডেল প্রেস ক্লাব সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকবে।
তিনি গুনীজন সংবর্ধনা প্রশংসা করে বলেন, আপনারা সমাজের অসঙ্গতি তুলে আনার পাশাপাশি সমাজ থেকে আজকে যেসব গুণীজনদের তুলে আনলেন তা একটা দৃষ্টান্ত। আশা করবো আপনাদের এ চেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের এ কাজ আপনাদের একদিন মডেলে পরিণত করবে।
সুন্দর ফতুল্লা গড়তে মডেল প্রেসক্লাবের সাথে আগামীদিনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে ওসি আসলাম হোসেন বলেন, কবি সুকান্তের ভাষায় আজ বলতে হয়-এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে। চলে যেতে হবে আমাদের। চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।
অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ শহীদুল্লাহ, ব্যারিস্টার শাহাদাত হোসেন, প্রেসবাংলা২৪ডটকম সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান ও উপ-পরিদর্শক কামরুল ইসলামকে সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন, সহসভাপতি এনামুল হত সিদ্দিকী, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, সহসাধারণ সম্পাদক সহীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খোকা, অর্থ সম্পাদক এবাদুল্লাহ সরদার, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান তোতা, সদস্য তুষার আহমেদ, আশিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।